শহরের অধিকাংশ স্থানে জ্রেবা ক্রসিং নেই। তারপরও প্রতিনিয়ত সচেতনতা করা হয়, জ্রেবা ক্রসিং দিয়ে পার হোন। বৃদ্ধ, মহিলা, শিশু, প্রতিবন্ধী, মালামালবহনকারীর পক্ষে তিনতলা উচু ফুটওভারব্রিজ পারাপার সম্ভব হয় না, তবুও ফুটওভার ব্রিজ হয় জ্রেবা ক্রসিং হয় না। অধিকাংশ মানুষ হেঁটে চলাচলক করেন, কিন্তু পরিকল্পনায় হাঁটার কোন ধরনের স্থান নেই। হাঁটাকে পরিকল্পনায় অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তা বিষয়ে লেখা আমার একটি প্রকাশনা।প্রকাশনার লিংক