Tuesday, June 4, 2013

একটি হুইল চেয়ার অনেকগুলো প্রশ্ন


একটি হুইল চেয়ার অনেকগুলো প্রশ্ন 
মানুষের জন্য হোক রাস্তা। মানুষের চলাচলের সুবিধার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু এ সকল সুবিধাগুলো কে পাবে? সাধারণ মানুষের সুবিধার জন্য কতটুকু ব‌্যয় হচ্ছে ?

একজন প্রতিবন্ধী ও শিশু যে শহরের সহজে নিরাপদে চলাচল করতে পারে, সেই শহর আর্দশ শহর।

ঢাকার যোগাযোগ ব্যবস্থার জন্য হাজার কোটি টাকার পরিকল্পনা ও প্রকল্প ঢাকাকে কি আর্দশ শহরের দিকে যাচ্ছে, তাই আমাদের বিবেচনার ও ভাবনার বিষয়? Photo Maruf Rahman

যদি উত্তর হয় প্রকল্পগুলোর সুবিধা পাবে অর্থওয়ালারা আর প্রাইভেট গাড়ী। তবে এ শহর মানুষের নয় যন্ত্র দানবের। মানব নগরে যন্ত্র আজ মনিব...




আমি পথচারী, অপরাধী নই!