বাংলাদেশে বিভিন্ন আইনের পথচারীদের অধিকার
পথচারীদের অগ্রাধিকার বিষয়ে সিটি কর্পোরেশনের আইন-২০০৯
তৃতীয় তফসিল ধারা ১৯ যানবাহন নিয়ন্ত্রণ
মোটরযান আইন ১৯৮৩
ধারা-১৪৩ ঃ অসাবধানে কিংবা বিপজ্জনকভাবে গাড়ী চালনা ঃ রাস্তার প্রকৃতি, অবস্থা প্রভৃতি অবলোকন করিয়া জনসাধারন বিপদের সম্মূখীন হইতে পারে এমনভাবে কিংবা এমন গতিতে কেহ গাড়ী চালাইলে এই ধারানুযায়ী দন্ডিত হইবে ।
ধারা-১৫৭ ঃ প্রকাশ সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি ঃ কোন ব্যক্তি প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে মোটর গাড়ী রাখিয়া উহা মেরামত করাইলে অথবা বিক্রয়ের জন্য সেখানে মোটর গাড়ীর যন্ত্রাংশ বা অন্য কোন জিনিস রাখিলে যদি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহা হইলে সে এই ধারানুযায়ী অপরাধী হইবে।
ধারা:১৬৪ ঃ ড্রাইভিং লাইসেন্স হতে বঞ্চিতকরণ ঃ ১ এর (খ) পথচারী পারাপারের নির্ধারিত স্থানে কিংবা ঠিক সন্নিকট দিয়ে কিংবা যেখানে ওভারটেকিং নিষিদ্ধ এসব স্থানে ওভারটেক করলে।
ঢাকা মহানগরী পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬
ধারা ৬৬ ঃ ভুলস্থানে গাড়ী দাঁড়াইয়া রাখার শাস্তি ঃ কোন ব্যক্তি যদি রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানের এমন কোন অংশে কোন গাড়ী রাখিয়া যায় বা গাড়ী থামাইয়া রাখে, যেখানে গাড়ী দাঁড়াইয়া রাখা পুলিশ কমিশনার কর্তৃক নিষিদ্ধ, তবে সেই ব্যক্তি একশত টাকা জরিমানা দন্ডে দন্ডনীয় হইবে ।
ধারা ৬৮ ঃ রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রতিবন্ধক সৃষ্টি করার শাস্তি ঃ কোন ব্যক্তি যদি নিম্নরূপভাবে কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রতিবন্ধক সৃষ্টি করে –
(ক) যে গাড়ীতে মালপত্র বোঝাই করিতে বা যাহা হইতে মালপত্র নামাইতে হইবে, অথবা যে গাড়ীতে যাত্রী উঠাইতে বা যাহা হইতে যাত্রী নামাইতে হইবে, সেই গাড়ী অনুরূপ প্রয়োজনের অতিরিক্ত সময় সেই স্থানে দাঁড়াইয়া রাখিয়া ; অথবা
(খ) সেই স্থানে কোন গাড়ী দাঁড়াইয়া রাখে: তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দণ্ডনীয় হইবে ।
ধারা ৭১ ঃ কোন পশু বা যানবাহন ভাড়া দেওয়া বা বিক্রয় করার জন্য প্রর্দশন করার শাস্তি ঃ কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনার কর্তৃক অনুমতি প্রদত্ত সময় বা স্থান ভিন্ন অন্য কোন সময়ে বা স্থানে কোন পশু বা যানবাহন ভাড়া দেওয়া বা বিক্রয় করার জন্য রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রদর্শন করে অথবা কোন পশু বা যানবাহন পরিস্কার করে, তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দণ্ডনীয় হইবে ।
ধারা ৭২ ঃ রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যানবাহন নির্মাণ বা মেরামত করার শাস্তি ঃ কোন ব্যক্তি যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যানবাহনের অংশ বিশেষ নির্মাণ করে অথবা দুর্ঘটনার দরুন ঘটনাস্থলেই মেরামত অনিবার্য হওয়া ব্যতীত কোন যানবহন বা যানবাহনের অংশ মেরামত করে, অথবা
উহাতে কোন উৎপাদন বা অন্য কোন কাজ চালায় যাহার ফলে যানবাহন চলাচলের অসুবিধা সৃষ্টি করে অথবা জনসাধারন বা পার্শ্ববতী স্থানের বাসিন্দাগণের বিরক্তি উৎপাদন হইতে পারে, তবে সেই ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দণ্ডনীয় হইবে ।
ধারা ৭৭ ঃ রাস্তার যাত্রীদিগের গতিরোধ করার শাস্তি ঃ যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যাত্রীকে বিরক্ত করে, পীড়ন করে, ধাক্কা দেয় অথবা গতি রোধ করে, অথবা যদি লম্প-ঝম্প, ভীতিজনক অঙ্গভঙ্গী, চেঁচামেচি বা চিৎকার দ্বারা স্বেচ্ছায় কোন পশুকে ভয় দেখাইয়া বা অন্য কোন ভাবে জনসাধারণের শাস্তি শৃঙ্খলা ব্যাহত করে, তবে সে দুই শত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবে ।
ধারা ৮০ ঃ রাস্তা বা রাস্তার নিকটে উৎপাত ইত্যাদি ঘঠাইবার শাস্তি ঃ যদি কেহ কোন রাস্তায় বা সাধরণের ব্যবহার্য স্থানে বা উহার নিকটে বাহ্যি-প্রশ্রাব করিয়া উৎপাত সৃষ্টি করে, অথবা তাহার হেফাজতে সাত বৎসরের কম বয়স্ক কোন শিশুর দ্বারা অনুরূপ উৎপাত সৃষ্টি করার বা থুথু অথবা কোন পরিত্যক্ত জিনিসিপত্র বা অবর্জনাদি নিক্ষেপ করে যাহাতে পথচারীদের বিরক্তি উৎপাদন হইতে পারে, তবে সে ব্যক্তি দুই শত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দণ্ডনীয় হইবে।
# I am pedestrian, safe crossing is my rights.#pedestrian, #Walking